এরালিগুলের দীনদয়াল মডেল কলেজে রক্তদান শিবির আয়োজিত

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : এরালিগুলের দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের রেড রিবন ক্লাব এবং এনএসএস ইউনিটের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেসের সহযোগিতায় মঙ্গলবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরটির সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন শিলচর এসএম দেব সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের টেকনিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ওয়াশিম জাবেদ চৌধুরী ও নয় সদস্যের চিকিৎসকের দল। আয়োজকদের পক্ষ থেকে ড. রাজীব পাল (আইকিউএসি সমন্বয়কারী), ড. চিন্ময় পাল (অ্যাকাডেমিক সমন্বয়কারী), আনন্দন দাস (সমন্বয়কারী, রেড রিবন ক্লাব), এবং ড. রফিউল আমিন লস্কর (প্রোগ্রাম অফিসার, এনএসএস ইউনিট) সহ অন্যান্য সদস্যরা শিবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিবিরটি সকাল ১১টায় মহাবিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। শিক্ষার্থী, কর্মী এবং স্থানীয় জনগণের উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মহৎ উদ্দেশ্যে রক্তদান করতে অনেকেই এগিয়ে আসেন।

মোট ৫৫ জন স্বেচ্ছাসেবক রক্তদানের জন্য নাম নথিভুক্ত করেন, যার মধ্যে ৩২ জনকে রক্তদানের উপযুক্ত বলে পাওয়া যায়। পার্শ্ববর্তী ১৮তম আসাম পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের দুজন কর্মীও এই মহান কাজে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের প্রত্যেককে মেডেল, শংসাপত্র এবং রক্তদানের পরপরই জলখাবার প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেসের পক্ষ থেকে আইপিপি ড. ইন্দ্রাণী ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত থেকে শিবিরটির সামগ্রিক সমন্বয়ে সহযোগিতা করেন। ড. ভট্টাচার্য এবং চৌধুরী মহাবিদ্যালয়ের প্রতিশ্রুতি ও অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র প্রদান করেন।

Spread the News
error: Content is protected !!