মোদির জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন পাথারকান্দিতে যুবমোর্চার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনকে সামনে রেখে ১৭ সেপ্টেম্বর সেবা সপ্তাহের অংশ হিসেবে বিজেপির পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার উদ্দ্যোগে ব্যাপক কার্যসূচি হাতে নেওয়া হয়েছে।
এই বিশেষ দিন উপলক্ষে বুধবার স্থানীয় মডেল এইচএস স্কুলে আয়োজন করা হয়েছে একদিনের রক্তদান শিবির, যা পরিচালনা করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় এবং পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার ব্যবস্থাপনায়। রক্তসংকট মোকাবেলার লক্ষ্য নিয়ে এই শিবিরে স্থানীয় যুবমোর্চার সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করেছেন।
যুবমোর্চা সভাপতি অনিরুদ্ধ মজুমদার বলেন, “আজ আমরা শুধু প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উদযাপন করছি না, একই সঙ্গে দেশের মানুষের সেবা করতে আমাদের নিজেদের উদ্যোগ নিয়েছি। রক্তদান একটি মহৎ কর্ম এবং আমাদের প্রতিটি যুবককে এ কাজে এগিয়ে আসতে হবে। মোদিজির ৭৫তম জন্মদিন উপলক্ষে আমরা সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চাই।”
শিবিরে সকাল থেকেই যুবমোর্চার সদস্যরা রক্তদান করেন এবং স্থানীয় মানুষদেরও এই মহৎ কাজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। আয়োজকরা আশা করছেন, এই ধরনের পদক্ষেপ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং যুবসমাজকে সমাজসেবায় আরও সক্রিয় করবে।
উল্লেখযোগ্য, বিজেপি মণ্ডল যুবমোর্চা প্রায়শই বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে উদ্দীপ্ত করছে, যার মধ্যে রক্তদান শিবির, বৃক্ষরোপণ অভিযান, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং প্রতিবন্ধী বা অসহায়দের সহায়তা অন্যতম।
এই শিবিরের মাধ্যমে প্রমাণিত হলো, রাজনৈতিক সংস্থা বা যুবমোর্চা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সমাজসেবায়ও তাদের সক্রিয় ভূমিকা রয়েছে।