আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। সহযোগিতায় ছিল ব্যবসায়ী প্রতিষ্ঠান সার্ভিস ওয়ার্ল্ড এবং লায়ন্স ও লিও ক্লাব অব লক্ষীপুর। ২৩ ফেব্রুয়ারি  সকাল সাড়ে ১১টায় শিবির শুরু হয় কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে।

শিবির পরিচালনায় ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স  ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, সার্ভিস ওয়ার্ল্ডের সত্তাধিকারী তথা ফোরামের কাছাড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক  প্রণব (তাপস) বিশ্বাস, ফোরামের লক্ষীপুর শাখার সভাপতি তথা  লায়ন্স ক্লাব অব লক্ষীপুরের পক্ষে লায়ন রাজ পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন পরীক্ষিত পাল, লায়ন নয়ন জ্যোতি রায়,কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবম দাস প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

শিবিরে ১২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এরা হলেন প্রণব বিশ্বাস, দীপঙ্কর সাহা, সঞ্জীব দাস, সুদীপ দাস, শুভদীপ দত্ত, অভিজিৎ ভট্টাচার্য, অভ্রজিত পাল, দেবজ্যোতি হাজাম, বিক্রম নমঃশূদ্র, বিপ্লব কুমার বিশ্বাস, পরীক্ষিত পাল, শুভজিৎ পাল। প্রত্যেক রক্তদাতাকে ফোরাম এবং ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক দুটি শংসাপত্র প্রদান করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার ডাক্তার দিলওয়ার হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত শিবিরে রক্ত সংগ্রহ করেন টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, টেকনিশিয়ান নেওয়াজ আহমেদ বড়ভূইয়া, সাদিক আহমেদ লস্কর ও বেনজির বড়ভূইয়া, আয়ান চাকমা, অঞ্জলি সিনহা, প্রিয়াঙ্কা সিনহা, অনুরাধা দেব ও শান্ত সিং।

Author

Spread the News