রক্তদান সচেতনতা সভা বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : ভারত- বাংলাদেশ সীমানা সংলগ্ন জালালপুরের বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে আজ অনুষ্ঠিত হয় রক্তদান সচেতনতা সভা। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে সচেতনতা সভা অনুষ্ঠানের আহ্বান জানানোয় অধ্যক্ষ এবং পরিচালন সমিতি সাগ্রহে আজকের সভার আয়োজন করেছিলেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি স্বপন দে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষিকা অপর্ণা দাস। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য প্রদীপ বৈষ্ণব, মামণি চক্রবর্তী, ইংলিশের বিষয় শিক্ষিকা রেহানা বরভূইয়া, সিনিয়র শিক্ষক জ্যোতির্ময় নাথ, ইকবাল নাসিম চৌধুরী প্রমুখ। সকলেই রক্তবিজ্ঞান নিয়ে আয়োজিত সচেতনতা সভার প্রয়োজনীয়তা এবং সুফলের উপর গুরুত্ব আরোপ করেন।

মুখ্যবক্তা, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশু পাল বিস্তারিত ভাবে রক্ত কি, কোথায় কীভাবে তৈরি হয়, রক্তের বিভিন্ন অংশের কাজ কী, মানবদেহে কী পরিমাণ রক্ত থাকে, রক্তদান কেন করতে হবে, কারা করতে পারবে, রক্তদান করলে রক্তদাতার কী লাভ হয় ইত্যাদি আলোচনা করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনার পর ছাত্রছাত্রীদের রক্ত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাবের মাধ্যমেও আরেক দফা আলোচনা করা হয়। স্থানীয় হাসপাতালের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে তাদের আইডেন্টিটি কার্ডে তা লিখে রাখার ব্যাপারে উদ্যোগ নিতে অধ্যক্ষকে পরামর্শ দেন স্বপন দে। প্রত্যেক ছাত্রছাত্রীকে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করার বিশেষ অনুরোধ জানান আশু পাল। সভার শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ বিজিত দাস।

Spread the News
error: Content is protected !!