এবার সড়ক সংস্কারের দাবিতে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অবরোধ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুন : সড়ক সংস্কারের দাবিতে ফের অবরোধ শিলচর শহরের নাগরিকদের। এবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শহরবাসী। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলো চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেহাল অবস্থার মধ্যে ধারাবাহিক বর্ষণের ফলে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে শহরবাসী বিভিন্ন স্থানে অবরোধ গড়ে তুলছেন। একই দাবিতে শহরের প্রবীণ নাগরিক সহ মহিলারা সড়ক অবরোধ করতে বাধ্য হলেন। শনিবার তাঁরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে অবরোধ গড়ে তুলেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা পড়ে আছে। এতে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসী সহ আমজনতার। রাস্তার বুকে বিশাল গর্তের কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যাচ্ছে এবং আহত হচ্ছেন যাত্রীরা। তারপরও রাস্তা সংস্কারের কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে।

ভুক্তভোগীরা আরও বলেন, যেখানে অবরোধ হয় সেখানে কাজ হয়। কী অদ্ভুত নিয়ম। ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিক্যাল কলেজ অবধি পুরো সড়কটিতে রয়েছে গর্তের মিছিল। কিন্তু গর্ত ভরাটের কাজ একই জায়গায় চলছে। সড়ক এমনকি শহর অভিভাবকহীন হয়ে পড়েছে বলে তারা মনে করেন। তাঁরা বলেন অবিলম্বে সড়ক সংস্কার না করলে আন্দোলন চালিয়ে যাবেন। এ দিন তাঁরা জমা জল ও পানীয়জলের সমস্যা সমাধানের দাবিও তুলেন

অবরোধে নেতৃত্বের মধ্যে ছিলেন অধ্যাপক বিজিত দে, কমল চক্রবর্তী, শুভ্রজিৎ সোম, প্রভা চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, লাবণী মুখার্জি, সবিতা মুখার্জি, শতদল আচার্য, প্রাক্তন পুর কমিশনার রতন সরকার, প্রবীণ নাগরিক দিলীপকুমার দে প্রমুখ।
এ দিকে অবরোধের খবর পেয়ে রাঙ্গীরখাড়ি ও সদর পুলিশ পৌঁছে। তাঁরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন।