ওপিএস বহালের দাবিতে স্বাধীনবাজার ক্লাস্টারে কালো দিবস পালন

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : সারা অসম এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে সাড়া দিয়ে কাছাড় জেলার সোনাই আঞ্চলিকের অধীন সব স্কুল, হাসপাতাল, অফিসে ১ ফেব্রুয়ারি ওপিএস এর বহালের দাবিতে কালো দিবস পালন সহ বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোনাই ব্লকের ২৬টি ক্লাস্টারে এই বিক্ষোভ প্রদর্শন হয়। স্বাধীন বাজার ক্লাস্টারের শিক্ষকরা ক্লাস্টার হেড কোয়ার্টার স্বাধীন বাজার হাইস্কুলে জমায়েত হয়ে কালো ব্যাজ পরিধান করে হাতে প্লে কার্ড নিয়ে ধরনা প্রদর্শন করে এনপিএস এবং ইউপিএস.এর আপত্তি করে পুরানো পেনশন নীতি পুনর্বহাল করতে সরকারের কাছে দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সারা অসম এনপিএস কর্মচারী সংস্থার সোনাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক তথা স্বাধীন বাজার হাইস্কুলের শিক্ষক রফিউল হক মজুমদার, স্বাধীনবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক ওম প্রকাশ চতুর্বেদী, ১৫৮৪ নম্বর নালুগ্রাম লস্করপাড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক রুকন আহমেদ লস্কর, ১৩৮১ নম্বর মধ্য বাড়ভাউরি এলপি স্কুলের শিক্ষক মজনু মিয়া বড়ভূইয়া, হিলাল উদ্দিন লস্কর, ১৫৮৫ নম্বর মুসলিমাবাদ এলপি স্কুলের প্রধান শিক্ষক মুহিমুল হক বড়ভূইয়া, বিপাশা দাস, ১৫৯৯ নম্বর লাকই টিলা এলপি স্কুলের প্রধান শিক্ষক সাহানারা খানম চৌধুরী, স্বাধীন বাজার হাইস্কুলের শিক্ষক জয়ন্ত নাথ, কোয়েল চক্রবর্তী, আসরফ হুসেন লস্কর, রফিকুল আলম বড়ভূইয়া, দেবপ্রিয়া পাল, বিজেশ কুমার হাজাম, হুসেন আহমেদ লস্কর প্রমুখ। সোনাই অঞ্চলে স্বতঃস্ফূর্ত ভাবে কালো দিবস পালন করায় সংস্থার সোনাই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রফিউল হক মজুমদার সবাইকে ধন্যবাদ জানান।

ওপিএস বহালের দাবিতে স্বাধীনবাজার ক্লাস্টারে কালো দিবস পালন
ওপিএস বহালের দাবিতে স্বাধীনবাজার ক্লাস্টারে কালো দিবস পালন

Author

Spread the News