উড়ালপুল নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিলচরে উড়ালপুল নির্মাণ নিয়ে গত কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার দু’বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাটগড়ায় দাঁড় করালো শিলচর জেলা কংগ্রেস। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, ২০২৬ সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে। শহরের জনগণ যখন যানজট সমস্যায় নাজেহাল তখন উড়ো পুল নির্মাণ নিয়ে মানুষের মতামত চাইছেন বরাক দুই মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক। গত ১৩ ফেব্রুয়ারি জেলা আয়ুক্ত কার্যালয়ে যাঁদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। হাতেগোনা কয়জন কর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনের ভোট বৈতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি।

প্রকৃত অর্থে শহরের যেসকল ব্যক্তিত্ব বিভিন্ন সময় শহরের জলন্ত নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন তাদের আমন্ত্রণ না জানিয়ে দলীয় কর্মীদের নিয়ে মতবিনিময় করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন অভিজিৎ পাল। বিজেপির নতুন নতুন স্কিম দেখিয়ে ভাঁওতাবাজি করা আর চলবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আগামী নির্বাচনে এর প্রতিফলন ভোটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল।

উড়ালপুল নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনা কংগ্রেসের
উড়ালপুল নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনা কংগ্রেসের

Author

Spread the News