দিল্লি দখলে উল্লাস লোয়াইরপোয়ায় বিজেপি কর্মীদের, মিষ্টিমুখ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : দিল্লিতে দখলে পাথারকান্দির লোয়াইরপোয়ায় বিজেপির কর্মকর্তাদের উল্লাস। বাজি ফাটিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং র‍্যালির লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কর্মীরা। লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী সম্পা চৌধুরী সবাইকে মিষ্টি মুখ করান এবং কর্মীদের উৎসাহিত করেন। 

সম্পা চৌধুরী বলেন, দিল্লিতে আমাদের পার্টির এই জয় বিজেপির প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা সবাই একসঙ্গে এই বিজয় উদযাপন করছি এবং ভবিষ্যতেও সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

দিল্লি দখলে উল্লাস লোয়াইরপোয়ায় বিজেপি কর্মীদের, মিষ্টিমুখ

প্রাক্তন সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, এই জয় আমাদের সকলের জন্য গর্বের বিষয়। কর্মীদের কঠোর পরিশ্রম ও নেতৃত্বের দৃঢ়তার ফলেই আজকের এই সাফল্য এসেছে। আমরা চাই, আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠুক বলে মত প্রকাশ করেন নন্দীবাবু। লোয়াইরপোয়া মণ্ডলের এই বিজয় উল্লাসে বিজেপি বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিল্লি দখলে উল্লাস লোয়াইরপোয়ায় বিজেপি কর্মীদের, মিষ্টিমুখ
দিল্লি দখলে উল্লাস লোয়াইরপোয়ায় বিজেপি কর্মীদের, মিষ্টিমুখ

Author

Spread the News