দেশে বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরী করেছে বিজেপি : সুস্মিতা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শাসক দল বিজেপি বিহারে ভোটার তালিকার যেভাবে বিশেষ সংশোধন করতে যাচ্ছে সেটা অসমেও করা হবে বলে নিশ্চিত হয়ে গেছে। সংবিধানে ভোটার তালিকার সংশোধন করার অধিকার রয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের। কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলা হয়েছে অসমের জনগণকে বা যেসব নথিপত্র চাওয়া হচ্ছে তাতে পেছন থেকে ফের অসমে যে এনআরসি হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব জানান, একজন নাগরিক যখন ভোট দেন তখন তিনি সেই দেশেরই নাগরিক হয়ে থাকেন। এবং যেখানে সেই ব্যক্তি নাম লেখান তিনি সেখানেরই একজন সাধারণ বাসিন্দা থাকেন। কিন্তু সেক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার পরিচয়পত্রকে প্রাধান্য না দিয়ে মা-বাবার জন্মের সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাতে পেছন থেকে আসামে যে এনআরসি ফের শুরু হতে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। এই গোটা বিষয়টিতেই বিরোধীদের আপত্তি রয়েছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষা নিয়ে যেভাবে মন্তব্য করছেন, সেটা একধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য বাঙালি বিদ্বেষী মনোভাব বলে জানিয়েছেন সুস্মিতা দেব। এটি শুধু অসমে নয়, দিল্লি, মহারাষ্ট্র ও ওড়িশা সহ দেশের বিভিন্ন রাজ্যেই এধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে। যা সম্পূর্ণ রূপে বাঙালি বিরোধী কার্যকলাপ বলে মন্তব্য করেছেন তিনি। বিগত দিনে রাজ্যের বাঙালিরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, গোটা অসমে ফের তার পুনরাবৃত্তি ঘটবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যা তৃণমূল কংগ্রেস কখনও মেনে নেবে না। এবং বাঙালি বিদ্বেষী মন্তব্য শীঘ্রই থামানো উচিত বলে এদিন জানিয়েছেন সুস্মিতা দেব।

Spread the News
error: Content is protected !!