বৃহস্পতিবার আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু, স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি
মন্ত্রী পালকে অভিনন্দন পাথারকান্দি রাধারমণ সেবা সমিতির
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার গৃহজেলা শ্রীভূমি আসছেন আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার।এদিন রাজ্যের মৎস পশুলান সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিরাট র্যালি করে শ্রীভূমিতে স্বাগত জানাবেন জেলা বিজেপির নেতা কর্মীরা। এমর্মে বৃহস্পতিবার বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কি ভাবে স্বাগত জানানো হবে বিস্তারিত তুলে ধরলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, করিমগঞ্জের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভিনন্দন জানিয়ে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই স্বাগত র্যালি অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্ৰণ জানিয়েছেন জেলা সভাপতি। এদিনের সংবাদি বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, পুরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস,ওয়ার্ড কমিশনার বিজু বণিক প্রমুখ সহ অন্যান্যরা কর্মকর্তারা।

এ দিকে, কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব লাভে অভিনন্দন জানিয়েছে পাথারকান্দি রাধারমণ সেবা সমিতি। মঙ্গলবার এক বিবৃতিতে সেবা সমিতির সভাপতি সৃজন পাল, সম্পাদক বিশ্বজিৎ দাস, কোষাধ্যক্ষ নন্দন দাস, সহ-সম্পাদক তরুন দাস, শ্যামল দেবরায়, ভূমিদাতা বিজয় শর্মা, বিপ্লব পালেরা জানান ভারত-বাংলা সীমান্ত জেলার পিছিয়ে পড়া এই জেলায় দীর্ঘদিন পর কৃষ্ণেন্দু পালের মতো একজন যোগ্য, বিচক্ষণ ব্যক্তিকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় আগামী দিনে শ্রীভুমি জেলায় আমূল পরিবর্তন আসবে। বলে তারা পূর্ন আশাবাদী।