শ্রীভূমিতে পৌষ পার্বণ মেলার উদ্বোধন বিজেপি সভাপতির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : প্রতি বছরের মতো এবারও শ্রীভূমিতে সম্পূর্ণা নারী সংস্থার উদ্যোগে শুভারম্ভ হল পিঠেপুলির উৎসব – পৌষ পার্বণ মেলা। শুক্রবার সন্ধ্যা শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজ মাঠে পৌষ পার্বণ উপলক্ষে একটি মেলার আয়োজন করেছে। এই মেলায় স্থানীয় মহিলাদের তৈরি হস্তশিল্প, পিঠে-পুলি এবং অন্যান্য বাঙালি ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শিত ও বিক্রির জন্য বেশ কয়েকটি স্টল বসেছে। এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ দিন পিঠেপুলির উৎসব অর্থাৎ পৌষপার্বণ মেলার উদ্বোধন করলেন শ্রীভূমি জেলার নবনির্বাচিত জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার তিন ওয়ার্ড কমিশনার, যথাক্রমে ডাঃ মনোতোষ পাল, প্রার্থ প্রতিম নাথ ও বিজয়া দত্ত।

জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বক্তব্য রাখতে গিয়ে তিনি নারীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করে মেলা উপস্থিত সব নারীদের ধন্যবাদ জানান। এছাড়াও অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন।

শ্রীভূমিতে পৌষ পার্বণ মেলার উদ্বোধন বিজেপি সভাপতির

অন্যদিকে আয়োজিত মেলা সংস্থার – পারমিতা পাল বণিক ও সভানেত্রী  সুচেতা সোম জানান, এই মেলাকে শুধু পৌষপার্বণ মেলা বললে ভুল হবে কারণ ১০, ১১ ও ১২ জানুয়ারি এই মেলায় থাকবে হাতের তৈরি বিভিন্ন প্রকারের রকমারি পিঠেপুলি সহ থাকবে বাঙালির প্রসিদ্ধ চুঙ্গা পিঠা। তিন দিনের এই মেলায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এতে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও।পাশাপাশি  থাকবে রান্না প্রতিযোগিতা ও আকর্ষণীয় অনুষ্ঠান এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্পূর্ণা নারী সংস্থার পক্ষ থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণির জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে।

শ্রীভূমিতে পৌষ পার্বণ মেলার উদ্বোধন বিজেপি সভাপতির

উল্লেখ্য, এই মেলার মাধ্যমে স্থানীয় নারীরা তাদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। এ ধরনের উদ্যোগ সমাজে নারীর ক্ষমতায়ন ও বাঙালি সংস্কৃতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Author

Spread the News