পুনিরমুখ স্লুইচগেট দিয়ে বৃহত্তর পালংঘাট প্লাবিত, খোঁজ নিলেন বিজেপি কর্মকর্তারা

বরাক তরঙ্গ, ৩১ মে : কয়েকদিনের অবিরাম বর্ষণে রুকনি নদীর জলস্তর প্রচণ্ডভাবে বেড়ে উঠেছে, যার ফলে পালংঘাটের পার্শ্ববর্তী পুনিরমুখ স্লুইচগেট দিয়ে বৃহত্তর পালংঘাটের দিকে বন্যার জল প্রবেশ করতে থাকে। স্থানীয়দের কাছ থেকে উক্ত খবর পাওয়ার পর বিজেপি কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি তথা কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিয়কান্তি দাশ জল সম্পদ বিভাগের বিভাগীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বৃহস্পতিবার সকালে তিনি দলীয় কার্যকর্তা বিজেপির জাতীয় পরিষদ সদস্য রূপম সাহা, বিজেপি পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক হিমাদ্রী দে, রুকনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীনেশ রবিদাস, অজিত সাহু, প্রদীপ দাস, বিশ্বজিৎ সাহা, রাহুল ঘোষ, সাহিদ আহমেদ প্রমুখদের সঙ্গে নিয়ে উক্ত স্লুইচগেট পরিদর্শন করেন। এদিকে জল সম্পদ বিভাগের বিভাগীয় আধিকারিক ও কর্মকর্তাবৃন্দ রাতদিন এক করে কাজ করে চলেছেন দেখে সন্তোষ প্রকাশ করে তাদের আন্তরিক ধন্যবাদ জানান বিজেপি নেতা অমিয় কান্তি দাশ। এদিন তিনি ধলাই কেন্দ্রের বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে দুর্দশাগ্রস্থ লোকেদের খোঁজ নিয়েছেন। 

Author

Spread the News