কৃষ্ণেন্দুকে রাখি পরালেন বিজপি নেত্রী মুন ও রীতা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ভালোবাসা, আশীর্বাদ ও চিরন্তন ভ্রাতৃত্বের বন্ধনে মোড়া রাখি বন্ধন উৎসব শনিবার এক বিশেষ মাত্রা পেল দিসপুরে মন্ত্রী কলোনিতে। এদিন রাজ্যের কর্মতৎপর মৎস্য, পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সরকারি কোয়ার্টারে জমে উঠে রাখি বন্ধনের উজ্জ্বল উদযাপন। ভোর হতেই শুরু হয় উৎসবের আমেজ, যেখানে ঐতিহ্য, আবেগ এবং সম্পর্কের মধুরতা মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। দিনভর নানা প্রান্ত থেকে তাঁর প্রতি পৌঁছায় অসংখ্য শুভেচ্ছাবার্তা। ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তায় ভরে যায় মন্ত্রীর দিন। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের প্রিয় বোনেরা, অসমের বিভিন্ন প্রান্তের শুভাকাঙ্খিরা এবং মহিলা মোর্চা, এবিভিপি, সেবিকা সমিতি ও নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা তাঁকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠান।
সবাইয়ের শুভেচ্ছা আন্তরিকভাবে গ্রহণ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার প্রিয় বোনেদের এই ভালোবাসা আমার কর্মপথে অবিচল প্রেরণা যোগায়। আপনাদের এই অগাধ স্নেহ ও আশীর্বাদ আমাকে মানুষের সেবায় আরও নিবেদিত করে। আজ এই বিশেষ দিনে নিজ কেন্দ্রে সহ শুভাকাঙ্ক্ষী বোন সহ দলীয় মহিলা মোর্চার কর্তকর্তা সহ রাজ্যের বিভিন্ন জেলার সকল বোন ও মহিলা নেতৃত্ব আপনাদের সঙ্গে সরাসরি থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত বলে এবং ক্ষমাপ্রার্থী করেন। এই বিশেষ দিনে মন্ত্রী পাল বাবুর কোয়ার্টারে দিনভর চলা এই উদযাপনে উপস্থিত ছিলেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরিবেশ ভরে ওঠে রাখীর গান, হাসি-আনন্দ ও শুভকামনার আবহে।এই বিশেষ দিনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সকল বোনেদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাখি বন্ধন শুধু একটি উৎসব নয় এটি বিশ্বাস, আস্থা ও চিরন্তন ভ্রাতৃত্বের প্রতীক। আসুন আমরা সবাই মিলে এই সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করি। উৎসবের আবহে দিসপুরে আজকের দিনটি হয়ে উঠেছে ভালোবাসা, ঐতিহ্য ও একতার এক সুন্দর উদাহরণ। এদনি সরাসরি মন্ত্রী কোয়াটারে গিয়ে উপস্থিত হয়ে মন্ত্রীকে রাখি বেধে দিন রাজ্য বিজেপির মহিলা নেত্রী মুন স্বর্ণকার ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি উন্নয়ণ পর্ষদের রীতা সিনহা।