ধলাইয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন বিজেপির

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা এবং ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী রবিবার ধলাইয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ধলাই-নরসিংহপুর মণ্ডলের ব্যবস্থাপনায় ধলাই বাজার শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে এই শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়।
মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরির পৌরহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস, রাহুল ভট্টাচার্য, জেলা বিজেপির সদস্য শশাঙ্কচন্দ্র পাল, ভুষন পাল, ধলাই-নরসিংহপুর জেলা পরিষদ সদস্যা পম্পি নাথ চৌধুরী, ধলাই-নরসিংহপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি বিধানচন্দ্র পাল, প্রদেশ তপশিলি মোর্চার সদস্য অজয় লস্কর, মণ্ডল সাধারণ সম্পাদক পৃথীশচন্দ্র দাস এবং প্রসেনজিৎ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি। এছাড়াও তিনি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।” সাংসদ আরও জানান যে, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলা সহ প্রতিটি মণ্ডলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে।

ধলাইয়ের বিধায়ক নীহার রঞ্জন দাস তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ অনুসরণ করেই কাজ করছে ভারতীয় জনতা পার্টি। জনসঙ্ঘ এবং পরবর্তীতে ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি দল গঠিত হয়।”

বিধায়ক বলেন, ড. মুখার্জির দেখানো পথেই বিজেপি দেশ ও জাতির সেবায় নিয়োজিত।
এই উদযাপনের মধ্য দিয়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ, দেশপ্রেম এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা চালানো হয়। দেশের ঐক্য ও সংহতি রক্ষায় তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে উপস্থিত সকলে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Author

Spread the News