পাথারকান্দির চার জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচন ঘিরে শ্রীভূমিতে জোরদার প্রস্তুতি, পাথারকান্দি কেন্দ্রের জেলা পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সেই উত্তাপের ছোঁয়া এবার পৌঁছেছে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও। চারটি জেলা পরিষদ আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয়। প্রার্থীরা হলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ কেন্দ্রে স্বপন দাস, রাধাপ‌্যারী (আসন নং ৮) আসনে বিনারানি সিনহা, কানাইবাজার-ফাকুয়া আসনে কেন্দ্র সুজামিনি দাস ও চান্দ‌খিরা জেলা পরিষদ কেন্দ্র অনিল কুমার ত্রিপাঠি।

পাথারকান্দির চার জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থী
Spread the News
error: Content is protected !!