অরুণাচলে এগিয়ে বিজেপি, এ পর্যন্ত শূন্য কংগ্রেস
২ জুন : শনিবারই শেষ হয়েছে দেশজুড়ে সাত দফায় নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফল প্রকাশের পালা এবার। গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একইদিনে সিকিমেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩২টি আসনে। রবিবার সকাল থেকেই অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।
অরুণাচলে মোট ৬০টি আসন। ম্যাজিক ফিগার ৩১। অর্থাৎ সরকার গঠন করতে হলে অন্তত ৩১ আসনে জয় প্রয়োজনে। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে আগেই ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। বাকি ৫০ আসনের মধ্যে ৪৫ আসনে এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দল অর্থাৎ বিজেপি। ইতিমধ্যেই ১৩টি আসনের ফল ঘোষণা হয়েছে। ১৩টি আসনই বিজেপির দখলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের বরদুরিয়া-বোগাপানি, চাঙ্গলাং উত্তর ও চাঙ্গলাং দক্ষিণ আসনে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। বিজেপির ‘বন্ধু’ কনরাড সাংমার দল এনপিপির ঝুলিতে যাচ্ছে ৫ টি। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন পেমা খান্ডুই। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এবারও তিনিই যে মুখ্যমন্ত্রী পদে বসছেন, তা একপ্রকার নিশ্চিত। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৮২.৭১ শতাংশ ভোট পড়েছিল।
অরুণাচলে মোট ৬০টি আসন। ম্যাজিক ফিগার ৩১। অর্থাৎ সরকার গঠন করতে হলে অন্তত ৩১ আসনে জয় প্রয়োজনে। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে আগেই ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। বাকি ৫০ আসনের মধ্যে ৪৫ আসনে এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দল অর্থাৎ বিজেপি। ইতিমধ্যেই ১৩টি আসনের ফল ঘোষণা হয়েছে। ১৩টি আসনই বিজেপির দখলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের বরদুরিয়া-বোগাপানি, চাঙ্গলাং উত্তর ও চাঙ্গলাং দক্ষিণ আসনে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। বিজেপির ‘বন্ধু’ কনরাড সাংমার দল এনপিপির ঝুলিতে যাচ্ছে ৫ টি। খাতাই খুলতে পারেনি কংগ্রেস।