গান্ধী ও শাস্ত্রীর জন্মদিন পালন লায়নের শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। বৃহস্পতিবার সদস্যরা সংগঠনের ইটখোলা অফিসে একত্রিত হয়ে মাতৃভূমির দুই সাহসী সন্তানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর একটি সংক্ষিপ্ত সেমিনারের আয়োজন করা হয় , “দুই মহানায়ক” , যেখানে দুই মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন ইতিহাস ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন বক্তা গান্ধীজির স্বাধীনতা আন্দোলনে নেওয়া সাহসী পদক্ষেপের উল্লেখ করেন এবং শাস্ত্রীজির সততার কথা তুলে ধরেন যা প্রত্যেক প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সেমিনারটি সভাপতিত্ব করেন ক্লাব ভ্যালি ভিউ -এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, সাহাবুদ্দিন আহমেদ, পুষ্পাবতী রায়, অর্চনা দাস, ঝর্ণা দাস, মায়া দীক্ষিত, সাহিন আখতার মজুমদার এবং ছুট্ট শিশু স্নিগ্ধা জয়ী দাস প্রমুখ। সেমিনারটি সমাপ্ত হয় সমবেত কণ্ঠে “রঘুপতি রাঘব রাজা রাম, পতি তপাবন সীতা রাম” গেয়ে।
