বিল বেশি, স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধন্ত

১০ জুন : স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল বেশি আসছে! এমন অভিযোগ করছিলেন বেশ কিছু উপভোক্তা। এবার সেই আবহেই রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হল যে, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হবে।

সম্প্রতি হুগলির ব্যান্ডেলের এক বাসিন্দা অভিযোগ জানান যে, স্মার্ট মিটার বসানোর পর এক মাসে তাঁর বিদ্যুতের বিল এসেছে ১২ হাজার টাকা, যা সাধারণের তুলনায় অনেকটাই বেশি। এমনই অভিযোগ করেছেন আরও বহু গ্রাহক। ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে প্রতিবাদের পথে হেঁটেছে রাজ্যের সকল বিরোধী দল।

ঘটনা প্রসঙ্গে সিপিএমের বক্তব্য, জোর করে প্রিপেড মিটার বসাতে রাজ্যবাসীকে বাধ্য করে বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণ করা হচ্ছে। তাঁরা এও অভিযোগ তুলেছে যে, যেহেতু এটা প্রিপেড ব্যবস্থা, সেই কারণে যদি কারও নির্দিষ্ট প্ল্যানের টাকা শেষ হয়ে যায় তবে মাঝ রাতেও কেটে যেতে পারে বিদ্যুৎ সংযোগ। এর ফলে কৃষকেরাও বিপুল ক্ষতীর সম্মুখীন হবে বলেও দাবি করেছিল তাঁরা। যদিও সেই সময় এই অভিযোগ গুলি কার্যত উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু এবার সেই রাজ্য সরকারের তরফেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আপাতত বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার এই নতুন সিদ্ধন্তের কথা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

বিল বেশি, স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধন্ত
Spread the News
error: Content is protected !!