বাজারিছড়ায় চোরের হানা, লুট নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বাইক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : বাজারিছড়ায় চোরের হানা, গৃহস্থের সর্বস্ব লুটে নিল নিশিকুটুম্বরা। চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বাজারিছড়ার মাকুন্দা এলাকায় রূপক পালের বাড়িতে। চোরের দল ঘরে হানা দিয়ে লুটে নিয়েছে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, পুরাতন তামার বাসনপত্র ও একটি বাইক। জানা গেছে, ঘটনার সময় রূপক পাল পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র অবস্থান করছিলেন। এই সুযোগেই চোরেরা পরিকল্পিতভাবে চুরির কাণ্ড ঘটায়।
বুধবার বিকেলে পাশের বাড়ির লোকজন ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে গৃহকর্তাকে খবর দেন। পরে রূপক পালের আত্মীয়রা বাড়িতে গিয়ে দেখেন ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। তল্লাশি করে দেখা যায়, নগদ ৪২০০ টাকা, একটি বাইক এবং পুরাতন তামার বাসনপত্র চুরি হয়েছে। এ ঘটনায় বাজারিছড়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।