ভাঙ্গায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বদরপুর ভাঙ্গায় জাতীয় সড়কে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হন দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ভাঙ্গা ঘোয়ারিগ্রামের বাসিন্দা ফজল আহমেদের।
গুরুতর আহত অবস্থায় অপর আরোহী জাবির আহমেদকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বদরপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।