কাবুগঞ্জে বাইক ও স্কুটির সংঘর্ষ, আহত ৪

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : কাবুগঞ্জ জনতা কলেজের পাশে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি আর ওয়ান ফাইভ মডেলের বাইক ভাগা বাজার থেকে শিলচরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়েই বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে বাইকটির সংঘর্ষ ঘটে। এতে চারজন ব্যক্তি গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত ১০৮ অ্যাম্বুলেন্সে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সোনাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাইক ও স্কুটি হেফাজতে নিয়েছে। জানা যায়, স্কুটিতে থাকা দুইজন হলেন কাবুগঞ্জের বাসিন্দা হারান পাল (৬০) এবং মৃন্ময় পাল (৪০)।

অন্যদিকে, আর ওয়ান ফাইভ বাইকে থাকা দুই যুবক কাইম উদ্দিন ও দিলওয়ার হুসেনের বয়স ২৫ এর মধ্যে এবং উভয়ের বাড়ি ভাগাবাজারে বলে জানা গেছে।

কাবুগঞ্জে বাইক ও স্কুটির সংঘর্ষ, আহত ৪

Author

Spread the News