বিহাড়া ছয়ারণবস্তিতে শ্রীরাধারাণির জন্মোৎসব পালন
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবছরও রবিবার বিহাড়া বাজারের ছয়ারণবস্তির জগন্নাথ মন্দিরে শ্রীরাধারাণীর জন্মোৎসব সনাতন ধর্মীয় নীতি ও নিয়ম মেনে পালন করা হয়। এদিন উপস্থিত ভক্তবৃন্দরা রাধা-কৃষ্ণের নাম ও ভজন সহ কৃষ্ণলীলা সারবলী গ্ৰন্থ থেকে রাধারাণীর জন্মবৃত্তান্ত পাঠ করা হয় এবং রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করা হয়। এরপর শ্রীরাধা ঠাকুররানির অভিষেক সহ আরতি করা হয়। দুপুরে উপস্থিত কয়েক শত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন ভক্তবৃন্দদের মধ্যে কৃপাময় চ্যাটার্জি, রঘুনাথ সিনহা, হরেন্দ্র সিনহা, কীতিসুন্দর সিনহা সহ আরও অন্যান্যরা