বিজেপি-আরজেডির সংঘর্ষে উত্তপ্ত বিহার, হত ১

২২ মে : পঞ্চম দফা ভোটে বিজেপি-আরজেডির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বিহার। সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে দুই রাজনৈতিক দলের কর্মী, সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রকাশ্যে চলে গুলি। রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও ২ জন। এই ঘটনার জন্য দুইদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোট চলাকালীন ছপরার একটি বুথে গিয়েছিলেন সারণের আরজেডি প্রার্থী রোহিণী আচার্য। তখনই বিজেপি এবং আরজেডির কর্মী-সমর্থকদের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরই বুথ ছেড়ে চলে যান লালু কন্যা। সাময়িকভাবে গতকাল সন্ধেয় তা থামলেও, মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়।

এই ঝামেলার মাঝেই দুই পক্ষের কর্মীদের মধ্যে কয়েকজন গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

Author

Spread the News