টিটি ক্লাবের বিরুদ্ধে বড় জয় টাউন ক্লাবের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন লিগ ম্যাচে বৃহস্পতিবার উধারবন্দ টিটি বড় ক্লাবের বিরুদ্ধে বড় জয় তুলে নিল শিলচর টাউন ক্লাব। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এদিনের ম্যাচে  ৭৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে। টসে জিতে প্রথমে ব্যাট হাতে নিয়ে পুরো ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ২৫০ রানের স্কোর করে টাউন ক্লাব। তাদের ইয়াছির আলি ৫৮ বলে ৬৩ রান করেন। ভালো রান করেন  অভিষেক কুমার। করেন ৬৬ বলে ৫১ রান। অন্যান্য ব্যাটারদের মধ্যে  রাজু দাস ১৩, ভারত নেওয়ার ১৯ ও সাগর ছেত্রী ২১ রান। বোলিংয়ে ২ উইকেট লাভ করেন মুন্না সিং।

জবাবি ব্যাটিংয়ে নেমে ৩৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান করেন। তাদের সুমিত কৌশিক অর্ধ শতরান করেন। অন্যান্য ব্যাটারদের মধ্যে আজহারুল বড়লস্কর ১৪, ধ্রুবজ্যোতি রায় ১৯, মুন্না সিং ২৮ ও বনদীপ চক্রবর্তী ১৯ রান করেন। বোলিংয়ে সফলতা অর্জন করেন অনিকেত বাসফর। নেন ৫টি উইকেট। ৩টি উইকেট দখল করেন অনুভব দাস।

টিটি ক্লাবের বিরুদ্ধে বড় জয় টাউন ক্লাবের

এদিন খেলা পরিচালনা করেন সঞ্জীব রাই ও সুনীল ছেত্রী। স্কোরার ছিলেন দীলিপ কুমার দাস। ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন অনিকেত বাসফর। তার হাতে পুরস্কার তুলে দেন উধারবন্দ টিটি ক্লাবের সচিব কল্লোল দাস।

Spread the News
error: Content is protected !!