পাকিস্তানকে বড় বার্তা আমেরিকার

৮ মে : আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবি পাকিস্তানে ফোন করে বলেছেন এখনই সন্ত্রাসবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আসলে F-16 বিনা অনুমতিতে ব্যাবহারের পর থেকেই ক্ষুব্ধ আমেরিকা।

এনিয়ে ভারত আজ অভিযোগ জানায় আমেরিকাকে। তারপরেই সরাসরি আমেরিকা থেকে ফোন যায় পাকিস্তানে। এদিন সন্ধ্যাবেলা আমেরিকায় এই বিমান নিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান। যা মেরে নামায় ভারত, আটক করে পাইলটকেও। তারপরেই এই ঘটনা।

পাকিস্তানকে বড় বার্তা আমেরিকার
Spread the News
error: Content is protected !!