হরিনগরে আসাম সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশন

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : আসাম সাহিত্য সভার কাছাড় জেলা কমিটির দ্বিবার্ষিক অধিবেশন রবিবার হরিনগর গ্রামে অনুষ্ঠিত হয়। শুরুতে পতাকা উত্তোলন করেন সভার সভাপতি সোনামল রাজবংশী। প্রথমে স্মৃতি তৰ্পণ করেন হরিননগর গাঁও সভার গাঁও বুড়া সুভাষ রাজবংশী। এরপর, কেন্দ্রীয় পর্যবেক্ষকের তত্ত্বাবধানে এবং জেলা সভাপতির সভাপতিত্বে কাছাড় জেলায় গত দু’বছরে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন প্রতিনিধিরা। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০২৫-২৬ মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কাছাড় জেলার নতুন কার্যনির্বাহী সভাপতি হন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. যোগেশ্বর বর্মণ। সহ-সভাপতি নির্মল রাজবংশী এবং সম্পাদক বিরাজ রাজবংশীকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সোনামল রাজবংশীর সভাপতিত্বে প্রকাশ্য অধিবেশনে আঞ্চলিক সম্পাদক শামসুল হক, শিলচর শাখার সভাপতি বাটুবাবু রাজবংশী, আসাম সাহিত্য সভা কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি ডঃ যোগেশ্বর বর্মণ এবং বিভিন্ন শাখা সমিতির সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরা অংশ নেন। এতে শিলচরে  অনুষ্ঠেয় কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও আংশিক অধিবেশন  সফলতার সঙ্গে অনুষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Spread the News
error: Content is protected !!