ভারতের আত্মাকে একত্রিত করা স্বর ভূপেন হাজরিকা : ডিসি যাদব
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : নানা কর্মসূচির মাধ্যমে ভারতরত্ন ড° ভূপেন হাজরিকার জন্ম-শতবর্ষ পালন হল। সোমবার সকালে তথ্য ও জনসংযোগ দপ্তরের বরাক ভ্যালি জোনের লাউডস্পিকারের মাধ্যমে প্রচারিত হয় ভূপেন হাজরিকার গান। এরপর কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, এডিসি ফিলিস হ্রাংসল, সহকারী আয়ুক্ত তথা আঞ্চলিক তথ্য ও জনসংযোগ কার্যালয়ের আইসি দীপা দাস এবং জেলার অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সঙ্গীতসম্রাটের প্রতিচ্ছবিতে পুষ্পার্পণ করেন। এই অনুষ্ঠানে বহু কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় শিলচরের বঙ্গ ভবন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের আয়ুক্ত সৃষ্টি সিং, জেলাপরিষদের সিইও প্রণব কুমার বরা, এডিসি ফিলিস হ্রাংসল, সহকারী আয়ুক্ত বনিকা চেতিয়া, আশিস বিদ্যাধর, নীহাট হাওলাই, দীপা দাস সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং স্থানীয় শিল্পীরা হাজরিকার অমর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে আয়ুক্ত মৃদুল যাদব ভূপেন হাজরিকাকে “ভারতের আত্মাকে একত্রিত করা স্বর” বলে অভিহিত করেন। তিনি কাছাড়ের গৌরবের কথা তুলে ধরে বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর গুয়াহাটি খানাপাড়ায় যখন ১০০০ জন গায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মহাগায়কের অমর সুর পরিবেশন করবেন, তখন কাছার থেকে ১৯ জন অংশগ্রহণকারীও উপস্থিত থাকবে। পাশাপাশি ২০ জন বিশিষ্ট ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে, সাংস্কৃতিক দপ্তরের শাখা আধিকারিক সহকারী আয়ুক্ত দীপা দাস ভূপেন হাজরিকার জীবন ও কর্মের ওপর বিস্তারিত বক্তৃতা দেন। শেষে মৃদুল যাদব প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।