ভূপেন হাজরিকা জন্ম শতবর্ষ পালন নিয়ে শিলচরে সভা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : আগামী ৮ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারতরত্ন সুধাকন্ঠ ড. ভূপেন হাজরিকা জন্ম শতবর্ষ পালনের বিষয়ে এক আলোচনা সভা শিলচরে অনুষ্ঠিত হয়। সোমবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বিশিষ্ট নাগরিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবীশ, সহকারী আয়ুক্ত দীপা দাস ও সাংস্কৃতিক উন্নয়ন অফিসার স্নেহাশুশেখর দাস অংশ নেন। বৈঠকে ভূপেন হাজরিকা ফ্যানস অ্যাসোসিয়েশন আসামের সভাপতি হারাণ দে এবং দুই উপসভাপতি সুনীল রায় ও স্বর্নালী চৌধুরী উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!