ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পাথারকান্দি পাঁচ শিল্পী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : আগামীকাল, শনিবার ১৩ সেপ্টেম্বর, ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পাথারকান্দি থেকে পাঁচজন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকারি আমন্ত্রণে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন শুক্রবার সকালে পাথারকান্দি সমজেলা কমিশনার অমৃতপ্রভা দাসের নেতৃত্বে এই শিল্পীদল আনুষ্ঠানিকভাবে গুয়াটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সঙ্গীতগুরু জগন্ময় দাশগুপ্ত, সঙ্গীতশিল্পী নীতিশ সিংহ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী নিশিকান্ত সিংহ, কণ্ঠশিল্পী আরতি সিনহা এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরজিৎ হোমচৌধুরী।

এছাড়া বিশেষ আমন্ত্রিত হিসেবে শিল্পী পারমিতা পাল সরাসরি মঞ্চে ভূপেন হাজরিকার অমর গানে গলা মেলাবেন। তাঁর জন্য এই সুযোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক প্রাপ্তি, যা পাথারকান্দি তথা বরাক উপত্যকার শিল্পী সমাজের জন্য গৌরবের বিষয়।

উল্লেখ্য, অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে গুয়াহাটির পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের সুবিশাল ময়দানে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তাই গোটা অসম তথা উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক অঙ্গনে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পাশাপাশি অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নেবেন, যা এই জন্মশতবর্ষ উদযাপনকে কেবল অসম নয়, বরং সমগ্র ভারতবর্ষের জন্য এক মিলনমেলায় পরিণত করবে। ভূপেন হাজরিকার অবদান শুধু গানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং মানবতা, সামাজিক ঐক্য, ন্যায্যতার লড়াই এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রেও তাঁর অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। পাথারকান্দি থেকে যাত্রা করা এই শিল্পীদল তাই শুধু একটি অনুষ্ঠানে যোগ দিতে নয়, বরং এক মহান শিল্পীর সুরের মাধ্যমে ঐক্য ও মানবতার বাণী বহন করে নিতে চলেছেন সমগ্র আসাম ও দেশবাসীর কাছে। স্থানীয় মানুষের মতে, পাথারকান্দি থেকে শিল্পীদের এই উপস্থিতি অঞ্চলটির সাংস্কৃতিক মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবে।

Spread the News
error: Content is protected !!