ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব মহোৎসব পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : কাছাড় জেলার ভুবনেশ্বর নগরের শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর স্মৃতি মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৫ তম আর্বিভাব তিথি বৈষ্ণবীয় নীতি-নিয়ম মেনে সাড়ম্বরে পালিত হচ্ছে। দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় শনিবার। এ দিন সকাল ১০ টায় গোবর্ধন পূজা, গো-পূজা ও অন্যকূট মহোৎসব,১২ টায় ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা অবধি সন্ধ্যা আরতি,রাত্রী মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্তন।

রবিবার ভোর ৫টা থেকে মঙ্গল আরতি, সকাল ৫ টা থেকে ৯ টা অবধি শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের চিত্রপট দ্বারা সমারোহে নগর পরিক্রমা, ৯ টা থেকে ১০ টা ৩০ মিনিট অবধি শ্রীশ্রী ভুবনেশ্বর ঠাকুরের স্মৃতিসভা, সকাল ১০ টা ৩০ মিনিট হইতে বিকেল ৪ টা অবধি রসকীর্তন, দুপুর ১২ টায় ভোগ আরতি ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টা হইতে ৯ টা অবধি সন্ধ্যা আরতি পরিবেশন, রাত ৯ টা থেকে ভোর ৫টা অবধি শ্রীকৃষ্ণের শারদীয়া রাসলীলা, ভোর ৫ টায় মঙ্গল আরতি, দধিমঙ্গলান্তে মহন্ত বিদায় সহ আরও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমলেন্দু দাস এবং উৎসব কমিটির অন্যান্যদের মধ্যে সভাপতি সুরেন্দ্র সিংহ, কার্যকরী সভাপতি রত্নজ্যোতি সিংহ (দুলু), সহ-সভাপতি কৃষ্ণকান্ত সিংহ, কোষাধ্যক্ষ্য মুকুল সিংহ, সম্পাদক ব্রজকান্ত সিংহ, সহ-সম্পাদক হরিদাস সিংহ,শান্ত সিংহ,সদস্য শ্যাম কিশোর সিংহ,যুগল দাস বাবাজী সহ আরো অন্যান্যরা।

ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব মহোৎসব পালন

উল্লেখ্য, শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর ছিলেন  একজন আধ্যাত্মিক গুরু যিনি বারোপোয়ায় জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে কাছাড়ের ভুবনেশ্বরনগর নামকরণ করা হয়েছে। তিনি তাঁর শিক্ষা ও গানের মাধ্যমে প্রেম, ক্ষমা, দাতব্য, তৃপ্তি, অভ্যন্তরীণ শান্তি, ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির একটি নৈতিক কাজ শিখিয়েছিলেন। চরম দারিদ্র্যের কারণে তিনি মানুষকে আধ্যাত্মিক অবক্ষয় থেকে রক্ষা করেছিলেন। তারা তাঁর কাছ থেকে শিখেছে যে তাদের সামান্য কিছু আছে তা নিয়ে সৎভাবে এবং শান্তিতে বসবাস করা। তিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপে “গোবিন্দবাড়ি” নামে পরিচিত শ্রী রাধা গোবিন্দ ইহুদি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন যা ভক্তদের জন্য একটি প্রকৃত শান্তির আবাস।

ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব মহোৎসব পালন
ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব মহোৎসব পালন
Spread the News
error: Content is protected !!