ভোলাগিরি আশ্রমের মহামণ্ডলেশ্বর স্বামী অভিনব সচ্চিদানন্দগিরি আর নেই

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ভারতের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমের পরম পূজনীয় মহামণ্ডলেশ্বর স্বামী অভিনব সচ্চিদানন্দ গিরি মহারাজ শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটে এক বেসরকারি নার্সিংহোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টা ৩০ মিনিটে মনিকর্ণিকা ঘাটে নশ্বর দেহটিকে জল সমাধি দেওয়া হবে জানান ভোলাগিরি আশ্রমের কাশী শাখার মহামণ্ডশ্বর স্বামী মাধবানন্দ গিরি মহারাজ শিলচর রাঙ্গিরখাড়ির ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ।

মহামণ্ডলেশ্বর স্বামী অভিনব সচ্চিদানন্দ গিরি মহারাজের ব্রাহ্মলীন হওয়ার খবর ছড়িয়ে পড়াতে তাঁর ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Spread the News
error: Content is protected !!