ভূ-অলংকরণ কার্যসূচী সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : বিশ্ব ভূমি দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানের সঙ্গে হাইলাকান্দিতেও সর্বভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার পক্ষ থেকে ভূ-অলংকরণ কার্যসূচী গ্রহণ করা হয়। হাইলাকান্দি শহরের গুরুস্থানম প্লে স্কুল প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে অঙ্কনশ্রী ফাইন আর্টস ইনস্টিটিউটিউশনের শিক্ষার্থীরা ভূ-অলংকরণ তথা আলপনা অঙ্কন করেন। এব্যাপারে সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার সম্পাদক ড. অভিজিৎ মিত্র জানান, কয়েক বছর ধরে বিশ্ব ভূমি দিবসের দিন সর্বভারতীয় স্তরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভু-অলংকরণ দিবস উদযাপন করে আসছে  সংস্কার ভারতী। বিশ্বের বিভিন্ন সংস্থা, সংগঠন এই দিনটিতে সাধারণত পরিবেশ চেতনা তথা সচেতনতাসূচক বিভিন্ন কার্যসূচী পালন করে থাকে। সংস্কার ভারতীর ভু-অলংকরণ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মাটিতে বিভিন্ন রঙ, আবির, ফুল, চাল ইত্যাদি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আলপনা অঙ্কন করে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া।

তিনি আরও জানান, গত সপ্তাহে মহারাষ্ট্রের নাসিক শহরে সংস্কার ভারতীর সর্বভারতীয় স্তরে এক সভা অনুষ্ঠিত হয় আর সেই  যে সভায় এবছর ভু-অলংকরণ দিবসের আলপনার কেন্দ্রীয় আবরণটি উন্মোচিত হয়। অভিজিৎ মিত্র এও জানান, এবছর প্রতিকুল আবহাওয়া পরিস্থিতির জন্য খোলামেলা জায়গায় আল্পনা অংকন করা সম্ভব হয়নি, যার জন্য অঙ্কনশ্রী অ্যাকাডেমির প্রাঙ্গনেই আলপনা অঙ্কনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূ-অলংকরণ কার্যসূচী সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার

এদিন অঙ্কনশ্রী ফাইন আর্টস এর পক্ষ থেকে শিক্ষক দীপ্তিময় পাল, মনোজ পাল সহ তনয়া দেবী, আনিষা দে, দেবস্মিতা নাথ ও অভিজিৎ রবিদাস সহ অন্যান্যরা কেন্দ্রীয় চিত্রটি ফুটিয়ে তোলেন। এতে সংস্কার ভারতীর পক্ষ থেকে সভাপতি পিনাক পানি ভট্টাচার্য, সম্পাদক  অভিজিৎ মিত্র,তীর্থঙ্কর চক্রবর্তী, শংকর চৌধুরী, পৃথা দে, চিরঞ্জীব চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভূ-অলংকরণ কার্যসূচী সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার

Author

Spread the News