ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সম্মাননা প্রদান

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সংস্কৃতি সপ্তাহ পালন ভারত বিকাশ পরিষদের একটি অনন্য বৈশিষ্ট্য।  সংস্কৃতি সপ্তাহ উপলক্ষে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সদস্যরা সম্মাননা প্রদানের উদ্দেশ্যে অধ্যাপক দেবতোষ চক্রবর্তীর উদ্যোগে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সুষীমচন্দ্র নাথ মহাশয়ের দ্বিতীয় লিঙ্ক রোডের বাসভবনে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতেই শাখার সম্পাদক শঙ্কর সরকার ভারত বিকাশ পরিষদের উদ্দেশ্য ব্যাখা করেন। দক্ষিণ শিলচর শাখার  সভাপতি ড. কিংশুক অধিকারী জানান যে সংস্কৃতি সপ্তাহ হল  ভারত বিকাশ পরিষদ (BVP) কর্তৃক আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান যা ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ প্রচার, জনসাধারণের সাথে যোগাযোগ সৃষ্টি এবং পরিষদের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিচালিত হয়।

ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সম্মাননা প্রদান

শাখার উপসভাপতি অধ্যাপক দেবতোষ চক্রবর্তী বলেন, সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য এবং সম্প্রদায়ের মধ্যে সেবার অনুভূতি জাগানোর জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দক্ষিণ শিলচর শাখার তরফ থেকে  প্রথমে সুষীমচন্দ্র নাথকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পরবর্তীতে সমাজজীবনে

Spread the News
error: Content is protected !!