ভগতপুর লেংখা মারুফ গ্রুপের শহিদ দিবস পালন
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শিলচর নিউ ভগতপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি মাতৃভাষা শহিদ সুদেষ্ণা সিনহার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালন করা হল। রবিবার শিলচর নিউ ভগতপুর লেংখা মারুফ গ্রুপের সদস্য ও স্থানীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের লোকেরা মাতৃভাষা জন্য শহিদ সুদেষ্ণা সিনহার শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করেন প্রথমে মাতৃভাষা জন্য শহিদ সুদেষ্ণা সিনহার প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বক্তারা শহিদ সুদেষ্ণা সিনহার জীবনী নিয়ে বক্তব্য রাখেন তারা আরো বলেন শহিদ সুদেষ্ণা সিনহার পরিবাররা আজ পর্যন্ত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বঞ্চিত হয়ে আছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের জন্য অনেক ভালো কাজ করছেন এবং মাতৃভাষা জন্য শহিদ সুদেষ্ণা সিনহার শহিদ দিবস উপলক্ষে লেংখা মারুফ গ্রুপের পক্ষ থেকে সাত দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন বলে জানান বক্তারা।
