ইমরান মামলার ফাস্টট্র্যাক আদালতে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিডিপির
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : পঞ্চায়েত সভাপতি ইমরান মামলার অভিযোগ গড়ালো মুখ্যমন্ত্রীর দরবারে। ধলাই বিধানসভা কেন্দ্রের রাজনগর-খুলিছড়া গ্ৰাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার মৃত্যুর ঘটনার বিষয়টি বরাক সফরে আসা মুখ্যমন্ত্রীকে অবগত করিয়ে মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা এবং ইমরানের স্বজনরা। এ দাবি জানিয়ে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে দেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর। প্রসঙ্গত,আজ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরের খবর পেয়ে প্রয়াত ইমরান হোসেনের ভাই নাগিব হোসেন বড়ভূইয়া এবং ইমরানের ছেলে কিফায়ত ইসলাম বড়ভূইয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর।
এদিন শিলচর কুম্ভিরগ্ৰাম বিমানবন্দরে দুপুর প্রায় দুটো নাগাদ মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানিয়ে হিফজুর রহমান লস্কর বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করান। রাজনগর- খুলিছড়া জিপি সভাপতি ইমরানের অবুঝ সন্তানের মাথায় হাত বুলিয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।