নদী ভাঙনরোধ সহ বিভিন্ন দাবিতে সরব বিডিএফের রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : নদী ভাঙন রোধ, বড়খলা-শিলচর সংযোগকারী সেতুর বকেয়া কাজ অবিলম্বে শেষ করা তথা স্লুইস গেটগুলো মেরামতের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বিডিএফের রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি। রংপুর শিমুলতলা অঞ্চলের শ্মশান ঘাট থেকে মধুরাঘাট অবধি জায়গাতে বরাক নদীর ভাঙনের ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই অঞ্চলের নদী সংলগ্ন প্রায় ৫০টি বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। এখনও ভাঙ্গন অব্যাহত যার ফলে স্থানীয় একটি খেলার মাঠকে ধীরে ধীরে গ্রাস করছে বরাক। এই সমস্যা সহ শিমুলতলা অঞ্চলের আরও কিছু সমস্যা সমাধানের দাবিতে এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে আঞ্চলিক কমিটি।

পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের আহ্বায়ক হারাধন দত্ত বলেন, এই অঞ্চলের নদী ভাঙনের সমস্যা সরেজমিনে সমীক্ষা করার জন্য প্রশাসনের তরফে অবিলম্বে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা। এবং এরপর এই দলের সুপারিশ অনুযায়ী নদী ভাঙন রোধে অবিলম্বে কাজ শুরু করুক প্রশাসন এটাও তাঁদের দাবি । অন্যথা আগামীতে এই অঞ্চলের নাগরিকদের আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন বলে তাঁরা আশঙ্কিত।

নদী ভাঙনরোধ সহ বিভিন্ন দাবিতে সরব বিডিএফের রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি

এছাড়া বড়খলা থেকে শিলচরের সংযোগকারী সেতুর কাজ প্রায় শেষ কিন্ত শিলচরের রংপুর অঞ্চলের এপ্রোচের কাজ রহস্যজনক কারণে অনেকদিন ধরে আটকে আছে। হারাধন বলেন, তাঁদের স্মারকলিপিতে এই ব্যাপারটি উল্লেখ করে প্রশাসনের তরফে অবিলম্বে এই বকেয়া কাজ শেষ করে সেতুটি সচল করার দাবি জানিয়েছে বিডিএফ এর রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি।

নদী ভাঙনরোধ সহ বিভিন্ন দাবিতে সরব বিডিএফের রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি

হারাধন আরও বলেন, এই অঞ্চলের অকেজো স্লুইস গেট গুলি মেরামতের দাবিতে এর আগেও স্মারকলিপি দেওয়া হয়েছে। কিছুটা কাজও হয়েছে কিন্তু তা অপর্যাপ্ত। তাই এই ব্যাপারেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। এদিনের কর্মসূচিতে মহিলা সহ  রংপুর অঞ্চলের প্রায় ত্রিশজন নাগরিক উপস্থিত ছিলেন। বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন।

Author

Spread the News