প্রদীপ দত্তরায়কে সম্মাননা প্রদানে  বইমেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা বিডিএফের

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়কে সম্মাননা প্রদান করল শিলচর বইমেলা কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানানো হয়। এতে বইমেলা কমিটিকে সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিডিএফ।

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, এই সম্মাননা শুধুই কোন ব্যক্তি বিশেষের জন্য নয় এর মাধ্যমে উপত্যকার সংগ্রামী ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হল। এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সেইজন্যই শিলচর বইমেলা কমিটির এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

তিনি বলেন প্রদীপবাবু এর আগেই সাম্মানিক ডক্টরেট পেয়েছেন, রাজীব গান্ধী শিরোমণি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এই সমস্ত সম্মাননা তিনি একাদশ ভাষা শহিদদের উদ্দেশ্য সমর্পণ করেছেন। এই সম্মাননাও তিনি ভাষা শহিদদের উৎসর্গ করেছেন।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক বলেন, বরাকের প্রতিবাদী আন্দোলনের ইতিহাসে প্রদীপ দত্তরায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার নেতৃত্বে ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল অব্দি দীর্ঘ আন্দোলনের জন্যই এই উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে বাধ্য হয়েছে সরকার। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক হিসেবেও তাঁর নেতৃত্বে এই প্রান্তিক, অবহেলিত উপত্যকার সমস্যা নিয়ে এই দল নিরন্তর সরব রয়েছে , বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিও নেওয়া হচ্ছে।

বরাকে ভাষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে গর্জে উঠায় প্রদীপবাবুকে অসুস্থ শরীরে কারাবরণ করতে হয়েছে, কারান্তরীণ থাকতে হয়েছে ১২ দিন। কিন্তু এসব কিছুই তাঁর উদ্যমকে প্রতিহত করতে পারেনি। আজও বরাক নিয়ে একই ভাবে সোচ্চার রয়েছেন তিনি।

প্রদীপ দত্তরায়কে সম্মাননা প্রদানে  বইমেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা বিডিএফের

জয়দীপ বলেন, বর্তমান প্রজন্মের আন্দোলন বিমুখতার জন্যই এই উপত্যকার উন্নয়ন স্থবির হয়ে রয়েছে। এই সম্মাননা কিছুটা হলেও নব প্রজন্মকে প্রতিবাদী ভূমিকা নিতে উৎসাহিত করবে বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। বিডিএফের পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Author

Spread the News