এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিডিএফের

বরাক তরঙ্গ, ১৩ মে : কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা উড়ান বরাকের বিমানযাত্রীদের জন্য অন্যতম উড়ান হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরও হঠাৎ করে আগামী ১ জুন থেকে এই বিমান পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার মাধ্যমে প্রায় দুশো বিমান যাত্রী প্রতিদিন যাওয়া আসা করে থাকেন এবং বরাকের বিমান যাত্রীদের জন্য এটি অন্যতম নির্ভরযোগ্য একটি পরিষেবা হিসেবেই স্বীকৃত। অসুস্থ রোগী, এমনকি মৃতদেহ আনা, নেবার ক্ষেত্রেও এই পরিষেবা বরাক বাসীর একমাত্র উপায়। তাই হঠাৎ করে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে বরাকের বিমান যাত্রীদের প্রচুর অসুবিধা ভোগ করতে হবে। তিনি বলেন, এমন হলে ইন্ডিগো এবং এপ্লায়েন্স এয়ার এর বাকি যে দুটি পরিষেবা রয়েছে তাদের টিকিট মূল্য আকাশ ছোঁয়া হবে এবং সাধারণ যাত্রীদের নাগালের বাইরে যাবার সম্ভাবনা প্রবল। তিনি আরও বলেন, এমনিতেই এই উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যাবস্থা একদমই উন্নত নয়। আগামী বর্ষার মরশুমে আবার স্থলপথে বহির্ভারতের সাথে যোগাযোগ বন্ধ হতে পারে। এইধরনের পরিস্থিতিতে বাধ্য হয়ে বিমান যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে হয় উপত্যকা বাসীকে। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়ার এই উড়ান বন্ধ হলে অসম্ভব অসুবিধায় পড়বেন এখানকার নাগরিকরা। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা।

এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিডিএফের

জয়দীপ বলেন, শিলচরের বিমান পরিষেবা উন্নয়নের জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ নেবার খবর রয়েছে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির ব্যাপারে উদ্যোগ চলছে। বর্তমান বিমানবন্দরেও রাতে অবতরণের সুবিধা সহ বিভিন্ন কারিগরি উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু উড়ানই যদি কমে যায় তবে এসব পদক্ষেপের কোন মূল্য নেই। তিনি বলেন এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, সাংসদ সবাইকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য চাপ দিতে হবে। তিনি আরও বলেন যে আগামী সেপ্টেম্বর থেকে আবার এই উড়ান চালু হতে পারে বলে যে খবর শোনা যাচ্ছে তা বাস্তবায়িত নাও হতে পারে কারণ পুরোটাই এয়ার ইন্ডিয়া কতৃপক্ষের ব্যাবসায়িক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই বর্তমান উড়ান যাতে বহাল থাকে সেই নিশ্চয়তা পাওয়া জরুরী। তিনি বলেন যেখানে গুয়াহাটি, ডিব্রুগড় ইত্যাদি শহরে উড়ানের সংখ্যা বাড়ছে সেখানে শিলচরে উড়ান প্রত্যাহারের ঘটনা দুর্ভাগ্যজনক। তাই সবাইকে এই নিয়ে সরব হবার আহ্বান জানিয়েছেন তিনি। বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!