বাজারিছড়া হত্যাকাণ্ড : গ্রেফতার আরও এক
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বাজারিছড়ায় প্রসেনজিৎ আকুড়া হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত অমিত গৌড়কে গ্রেফতার করল পুলিশ। বাজারিছড়া পুলিশ শুক্রবার রাতে লালা সংলগ্ন এলাকায় এক অভিযান চালিয়ে ঘন জঙ্গল থেকে পলাতক অমিত গৌড়কে গ্রেফতার করে। প্রসেনজিৎ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উত্তম গৌড়ের সম্পর্কিত শ্যালক অমিত। দু’জনে মিলেই প্রসেনজিৎকে ১৪ জানুয়ারি হত্যা করে। সিসিটিভি ফুটেজে যা স্পষ্ট প্রমাণ রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়াইরপোয়া হাতিখিরা কমিউনিটি হেল্থ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুড়ার (৩১) রক্তমাখা দেহ হাসপাতালের গেটের সামনে খুনের ঘটনাটি ঘটে। এ হত্যাকাণ্ডে পরকীয়া ঘটনা জড়িত বলে সূত্রের খবর।

