বাসন্তী মায়ের বিসর্জন, আবেগে ভাসল শ্রীভূমি শহরে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : উৎসবের পর সমাপ্তির সুর, বাসন্তী পূজার মূর্তি বিসর্জনে আবেগে ভাসল শ্রীভূমি। সোমবার শ্রীভূমি শহরজুড়ে বাসন্তী পূজার মূর্তি বিসর্জনে ভাসল এক অন্যরকম আবেগ। দিনের শুরু থেকেই বিভিন্ন পূজামণ্ডপে ছিল বিসর্জনের প্রস্তুতি। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত ছিল গোটা এলাকা। ভক্তদের মুখে ছিল আনন্দ আর বিষাদের মিশ্র অনুভূতি।
দেবী বাসন্তীর মূর্তিকে ফুলে, ধূপে ও প্রণামে বিদায় জানিয়ে জলাশয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্দিষ্ট নিয়মে সম্পন্ন হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা।

বিশেষত, ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, ঢাকের তালে নাচ, আর বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়ে উপভোগ করেছে শেষ দিনের আনন্দ।
বাসন্তী পূজা মানেই বসন্তকালের আনন্দ, আর বিসর্জন মানেই সেই আনন্দকে মনের কোণে রেখে নতুন করে অপেক্ষা আগামী বছরের।

শ্রীভূমি শহরের লাগোয়া কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে শত শত মানুষ ভিড় করেন দেবীকে বিদায় জানাতে। আবেগে চোখ ভিজেছে অনেকেরই। দেবী যেন ফিরে আসেন আবার, এই প্রার্থনাই করছে সকলে।

শ্রীভূমি জেলার মঠ মন্দিরের পাশাপাশি বহু সনাতনী মানুষের ঘরেও অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজা। এবার শ্রীভূমি শহরে প্রায় শতাধিক পূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানে গেছে।