আনন্দ-উল্লাসে মুখরিত বৃহত্তর পাথারকান্দি কেন্দ্র চলছে বাসন্তী পূজার মহোৎসব
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : বসন্তের প্রাণবন্ত ছোঁয়ায় আলোকিত হয়ে উঠেছে পাথারকান্দি। প্রতি বছরের মতো এবারও ভক্তি আর আড়ম্বরতার মধ্য দিয়ে অনুষ্ঠিত চলছে বাসন্তী পূজা। পাথারকান্দি টাউন কালীবাড়ি ও পুরাতন কালীবাড়িতে পূজার আয়োজন হয়েছে ঐতিহ্য মেনেই। একইভাবে, বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমেও শুরু হয়েছে বসন্তকালীন দেবী আরাধনা। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজার সমস্ত নিয়ম পালন করছেন আশ্রমের সন্ন্যাসী ও সদস্যরা। দর্শনার্থীদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। প্রতি সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান মন মাতাচ্ছে দর্শনার্থীদের।
পূজা চলাকালীন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। শুধু তাই নয়, কালাছড়া সর্বজনীন দুর্গা মণ্ডপ, ইচাবিল শিববাড়ি সহ আশেপাশের বহু মন্দির ও মণ্ডপেও সম্পন্ন হচ্ছে বাসন্তী পূজা। বৃহত্তর পাথারকান্দি অঞ্চল যেমন সোনাখিরা, মেদলী, পুথনি, বাজারিছড়া, লোয়াইরপোয়া, হাতিখিরা, ইচাবিল, সলগই ও বালিপিপলাসহ প্রায় পঞ্চাশটিরও বেশি জায়গায় ঘরোয়া ও সর্বজনীন পূজার আয়োজন করা হয়েছে।ক্রমেই গ্রামাঞ্চলেও শরৎকালের দুর্গোৎসবের মতোই বসন্তকালের বাসন্তী পূজা জনপ্রিয় হয়ে উঠছে। চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত এই আদি দুর্গাপূজার সঙ্গে আজ নবমী পূজাও পালিত হচ্ছে রামনবমীর উৎসব হিসেবে।

আগামীকাল দশমীতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই পূণ্য তিথির।এবার দেবীর আগমন ও গমন উভয়ই ঘটছে গজে, যা মর্ত্যবাসীর জন্য শুভ লক্ষণ হিসেবে বিবেচিত। মোটের উপর, বসন্তকালের এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের শোভা ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রান্তিক অঞ্চল পর্যন্ত, ভক্তি ও উৎসবের আনন্দে ভরিয়ে দিয়েছে সকলের মন।