সোনাই এমএলএ কাপে ফাইনালে বারিকনগর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে স্থান করে নিল বারিকনগর এফসি রবিবার সোনাই এনজি এইচএস স্কুলের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে রূপাইলবালি এফসিকে ৪–১ গোলে পরাজিত করে বারিকনগর এফসি। ম্যাচের শুরুতেই রূপাইলবালি এফসির এগিয়ে গেলেও পর পর চারটি গোল হজম করে মাঠ ছাড়ে। খেলার ৬ মিনিটে নাসেব খান গোল করে রূপাইলবালিকে এগিয়ে নেন। তবে বারিকনগর এফসি দ্রুত ঘুরে দাঁড়ায় এবং ভেরা (১৬ মিনিটে), জেহু (৩৪ মিনিটে), বিয়াক্কিমা (৩৫ ও ৬২ মিনিটে) এর গোলের মাধ্যমে দলকে জয়ের পথে নিয়ে যায়।

ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পান বিয়াক্কিমা। তাঁর হাসে পুরস্কার তুলে দেন খোঁজের সভাপতি ডাঃ মাসুম এবং সম্পাদক সজল লস্কর। সেরা লিংকড ম্যান পুরস্কার আমির হোসেনকে প্রদান করেন সেকন বড়ভূইয়া। সেরা ডিফেন্ডার পুরস্কার পেয়েছেন সাকাই খান, পুরস্কার প্রদান করেন জুনু বাবু লস্কর এবং মঞ্জুর হোসেন। সেরা গোলকিপার পুরস্কার পেলেন ক্যালভিন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভয় দে।
ম্যাচ পরিচালনা করেন আব্দুল মাজিদ চৌধুরী, শহিদ চৌধুরী, হোসেন বড়ভূইয়া ও নসরুল আলম লস্কর। আগামী ৫ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বারিকনগর এফসি বিরুদ্ধে খেলবে রাজগোবিন্দপুর এফসি জানিয়েছেন সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার।

