বরাকের আঞ্চলিক ভাষায় নির্মিত ছবি ‘মামনের চিঠি’ মুক্তির পাচ্ছে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির দিন ঘোষণা হল পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহার আঞ্চলিক ভাষার নতুন চলচ্চিত্র ‘মামনের চিঠি’-এর। আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর এই চলচ্চিত্রটি ত্রিপুরা রাজ্যের কৈলাশহর টাউন হলে প্রিমিয়ার প্রদর্শিত হবে। বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় নির্মিত এটিই প্রথম প্রেমকাহিনীভিত্তিক চলচ্চিত্র যা সিদ্ধার্থ সিনহা নিজেই পরিচালনা করেছেন। এক বছরেরও বেশি সময় ধরে নির্মিত এই ছবিটি নির্মাণে যুক্ত ছিলেন একদল তরুণ শিল্পী ও টেকনিশিয়ান।

পরিচালক সিনহা জানান, ‘মামনের চিঠি’ শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি এক নতুন প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক।চলচ্চিত্রটির শুটিং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা ও বরাক অঞ্চলের মনোরম লোকেশনে। নির্মাতা আরও জানান, আঞ্চলিক সংস্কৃতি ও ভাষাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যেই তিনি ‘মামনের চিঠি’ নির্মাণ করেছেন।পরিচালক সিদ্ধার্থ সিনহা দর্শকদের উদ্দেশে বলেন, এই চলচ্চিত্রটি অনেক ভালোবাসা ও পরিশ্রমের ফসল। আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন এবং আঞ্চলিক চলচ্চিত্রজগৎকে উৎসাহ দেবেন।

Spread the News
error: Content is protected !!