বরাকে প্রথম হর ঘর ধ্যান’,  দিল্লি পাবলিক স্কুলে সেশন নিলেন স্বামী মায়াঙ্ক

বরাক তরঙ্গ, ২৭ ফেব্ৰুয়ারি : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে দেশ৷ এ উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে৷ তার অঙ্গ হিসেবে সংস্কৃত মন্ত্ৰকের উদ্যোগে ও আৰ্ট অব লিভিং ফাউন্ডেশনের সহযোগিতায় শারীরিক ও মানসিক শক্তির বিকাশে শুরু হয়েছে ‘হর ঘর ধ্যান’ কৰ্মসূচি৷ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ছাড়াও নানা সরকারি-বেসরকারি প্ৰতিষ্ঠান এই কৰ্মসূচির সুযোগ নিচ্ছে৷ যেখানে আধ্যাত্মিক গুরু শ্ৰীশ্ৰী রবিশঙ্করের মস্তিষ্কপ্ৰসূত বিনামূল্যের এই কৰ্মসূচিকে বাস্তব রূপ দিচ্ছেন আৰ্ট অব লিভিং প্ৰশিক্ষকরা৷ বরাকে প্ৰথম এই ‘হর ঘর ধ্যান’ এর আয়োজন করেছে দিল্লি পাবলিক স্কুল, শিলচর ৷ আৰ্ট অব লিভিং শিলচর শাখার তরফে উদ্যোগ নেন প্ৰশিক্ষক শতাক্ষী ভট্টাচাৰ্য ও ডিভোটি অধ্যাপক সৌমিত্ৰ নাথ৷ তাতে সাড়া দেন স্কুল কৰ্তৃপক্ষ৷

বরাকে প্রথম হর ঘর ধ্যান’,  দিল্লি পাবলিক স্কুলে সেশন নিলেন স্বামী মায়াঙ্ক

সোমবার ডিপিএস ক্যাম্পাসে ‘হর ঘর ধ্যান’ এ অংশ নেয় শতাধিক পড়ুয়া৷ স্কুলের শিক্ষক-অশিক্ষক কৰ্মচারীও উৎসাহ নিয়ে শামিল ছিলেন৷ ঘণ্টা দেড়েকের কৰ্মসূচিতে শিক্ষাৰ্থীদের সঙ্গে মত বিনিময় করেন আৰ্ট অব লিভিং পাণ্ডু আশ্ৰমের মায়াঙ্ক স্বামী৷ মানসিকভাবে নিজেকে সুস্থ ধ্যান যে কতটুকু জরি ও উপকারী, বিষয়টি হাতে কলমে বুঝিয়ে দেন পড়ুয়াদের৷ স্বতঃস্ফূৰ্তভাবে অনুশীলন করে পড়ুয়ারা৷ এ দিন স্বামীজির সঙ্গে সহযোগিতা করেন সিনিয়র প্ৰশিক্ষক কঙ্কনা নাথ৷ ছিলেন প্ৰশিক্ষক নীলেন্দু দেবও৷
অভ্যাস পৰ্বের আগে ডিপিএসের অধ্যক্ষ সতীশবাবু এস স্বাগত ভাষণ দেন৷ শিক্ষাৰ্থীদের সৰ্বাঙ্গীন  বিকাশে সহায়ক এ ধরনের উদ্যোগ সঠিক অৰ্থেই প্ৰশংসার দাবি রাখে, উল্লেখ করেন তিনি৷

বরাকে প্রথম হর ঘর ধ্যান’,  দিল্লি পাবলিক স্কুলে সেশন নিলেন স্বামী মায়াঙ্ক

গুরুজি শ্ৰীশ্ৰী রবিশঙ্করের এই ভাবনা সম্পৰ্কে স্কুলকে অবগত করায় প্ৰশিক্ষক শতাক্ষীর প্ৰতি সন্তোষ প্ৰকাশ করেন অধ্যক্ষ৷ ‘হর ঘর ধ্যান’ শিক্ষাৰ্থীদের পথচলায় সহায়ক হবে বলে বিশ্বাস ব্যক্ত করেন স্কুলের উপাধ্যক্ষ রুমা শৰ্মা৷ পড়ুয়াদের স্বাৰ্থে এমন আয়োজন করতে স্কুল সবসময় যে প্ৰস্তুত, এ কথা উল্লেখ করেন ডিপিএস, শিলচরের সিইও দ্বারিকা প্ৰসাদ বসের৷ স্কুলের উন্নয়ন নিয়ে আগামীদিনের কিছু পরিককল্পনাও ভাগ করেন এ দিন৷ যোগ প্ৰক্রিয়া নিয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন ডিপিএস-এর সিইও দ্বারিকা প্ৰসাদ বসের, অধ্যক্ষ সতীশবাবু এস ও উপাধ্যক্ষ রুমা শৰ্মা৷ এ দিন আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরমানন্দ যোগ-এর রিজিওনাল ডিরেক্টর রাহুল চক্রবর্তীও।

Author

Spread the News