বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা প্রেসডে ।পিএনসি, শিলচর

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ Express : একগুচ্ছ কার্যক্রম নিয়ে জাতীয় সংবাদমাধ্যম দিবস পালন করল বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। শনিবার শিলচর ইলোরা হেরিটেজের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সরকার। বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে-র পৌরোহিত্য অনুষ্ঠানে মুখ্য বক্তা হিমাশিস ভট্টাচার্য বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমবর্ধমান বিবর্তনের পথে চলতে হবে সংবাদপত্র এবং সংবাদমাধ্যম। বিজ্ঞান আমাদের অনেক কিছু পরিবর্তন এনেছে এর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলতে হবে সংবাদ মাধ্যমক।

হারাণ দে  বলেন, প্রযুক্তির ছোঁয়ায় গোটা সাংবাদিকতা চর্চায় এসেছে ব্যাপক পরিবর্তন। তিনি বলেন ১৯৭০ সালে শিলংএ সাংবাদিকতা শুরু হয়েছিল তাঁর। সেই  সময় সংবাদ পাঠাতে হতো টেলিগ্রামের মাধ্যমে। সময়ের সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে পরিবর্তন ঘটেছে সংবাদ পরিবেশন এবং ছাপানোর ক্ষেত্রেও। বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন, এখনও সকালে দিনের যাত্রা শুরু হয় চায়ের সঙ্গে পত্রিকা পড়েই। বিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে আগামী দিনে পত্রিকার শ্রীবৃদ্ধি হবে বলে আশাবাদী তিনি। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কিশোর ভট্টাচার্য,  কস্তুরী হোম চৌধুরী, মিলন উদ্দিন লস্কর, সুপ্রভা সিনহা, মৃণন্ময় নাথ, জিসি কলেজের অধ্যাপক অপ্রতীম নাগ প্রমুখ। এদিন আসামের প্রখ্যাত সাংবাদিক অমিত কুমার নাগকে সাংবাদিকতায় জীবন ব্যাপী অবদানের জন্য ( মরনোত্তর )  স্মারক সন্মান প্রদান করা হয়‌। তা গ্রহণ করেন অমিত কুমার নাগের পুত্র জিসি কলেজের অধ্যাপক অপ্রতীম নাগ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ।

Spread the News
error: Content is protected !!