বরাক প্রিমিয়ার লিগের ফাইনাল বৃহস্পতিবার, খাসপুর রাজবাড়িতে ট্রফির ফটোসেশন

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : বরাক প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালকে জমজমাট করে তুলতে মরিয়া শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব (এসভিসিসি)। বুধবার ফাইনাল উপলক্ষে আয়োজক এসভিসিসি খাসপুর রাজবাড়িতে উভয় দল অধিনায়ক নিয়ে যায় এবং টুর্নামেন্টের ট্রফির এক ফটো সেশন আয়োজন করেন। ঐতিহাসিক ধ্বংসাবশেষের সামনে ফটো সেশনে অংশ নেন শিলচর লায়ন্স ও নভোটিয়াস একাদশ অধিনায়ক শমিক দাস ও অভিষেক ঠাকুরি।

প্রসঙ্গত, বরাক প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরের এবারের ট্রফি শিলচরের মাটিতেই থাকছে। বুধবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মোকাবিলা করবে নভোটিয়াস ইলেভেন শিলচর এবং শিলচর লায়ন্স। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে বুধবার ছিল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এতে গুয়াহাটি বুলস দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে লায়ন্স টিম। ব্যাটিং করতে পাঠিয়ে গুয়াহাটি বুলস দলকে ২০ ওভারের ইনিংসে ৯ উইকেটে ১৩০ রানে আটকে রাখে লায়ন্স। অংশুমান কাটোনি ৩২, রোমারিও শর্মা ২৪, অনুরাগ তালুকদার ১৬ এবং রোনিত আখতার ও বেদান্ত পাণ্ডে উভয়েই করেন ১০ রান। হিমাংশু সারস্বত, পারভেজ মুশারফ ও অমিত যাদব নিয়েছেন দুটি করে উইকেট। তাঁরা খরচ করেন যথাক্রমে ২৫,২২ ও ২০ রান।

বরাক প্রিমিয়ার লিগের ফাইনাল বৃহস্পতিবার, খাসপুর রাজবাড়িতে ট্রফির ফটোসেশন

এই স্কোর তাড়া করে ম্যাচ জিতে নিতে ১৮.১ ওভার এবং ৬ উইকেট খরচ করে শিলচরে লায়ন্স। বড় স্কোর না পেলেও সবাই ব্যাট হাতে অবদান রেখেছেন। সবচেয়ে কম ৯ রান করেন কৌশিক গিরি। সর্বাধিক অপরাজিত ২০ রান করেন রেশভ দীপক। গুয়াহাটি দলের হয়ে সিদ্ধার্থ শর্মা পেয়েছেন ২ উইকেট। দিবাকর জোহরি, ময়ূখ হাজরিকা ও গণেশ বাসফর একটি করে উইকেট নেন।

Author

Spread the News