বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২৭তম বর্ষপূর্তি উদযাপন বরাক বার্তার
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২৭তম বর্ষপূর্তি উদযাপন করল বরাক বার্তা বাংলা ও হিন্দি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। দু’দিনব্যাপী আনুষ্ঠানের দ্বিতীয় রবিবার ভোজপুরি ও হিন্দি কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগদান করেন বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা থেকে ক্রমান্বয়ে ড. সন্তোষ চতুর্বেদী, মনীশ পাণ্ডে, বিন্দু সিং, রাজদীপ রায়, যোগেশ ডুবে, জয়প্রকাশ গোয়ালা, হরিলাল যাদব, রীতেশ চৌবে, সুষমা যাদব একঝাক কবি। ভোজপুরি কবি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা নাথ যাদব, সমাজসেবী সুবচন গোয়ালা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রিয়ল সিংহ গণেশ বন্দনার মাধ্যমে কবি সম্মেলনের উদঘাটন করেন।
এরপর সংবর্ধনা সমারোহ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন ওএনজিসি শ্রীকোণা ফরওয়ার্ড বেস এর মুখ্য অধিকর্তা একে ওয়ালিয়া ও মহেন্দ্র বর্মা। সঙ্গে ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, হনুমান জৈন সহ অন্যান্যরা। এদিন প্রণব পাল চৌধুরীকে সকল স্তরের নাগরিকদের বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য উৎকৃষ্ট সেবা প্রদান করার জন্য সেবারত্ন পুরস্কার ২০২৫, অধ্যাপক অরুনকুমার পালকে অঙ্কন করার ক্ষেত্রে প্রচার প্রসার ও প্রশিক্ষণ সহ বিশেষ ভূমিকা পালন করার জন্য কলারত্ন পুরস্কার ২০২৫, অধ্যাপক লক্ষ্মীনিবাস কালোয়ারকে শিক্ষা জগতে উৎকৃষ্ট সেবা ও প্রচার প্রসার করার জন্য জ্ঞানরত্ন পুরস্কার ২০২৫, ড. স্বপনকুমার সিনহাকে চিত্রশিল্পের জগতে যুগান্তকারী ভূমিকা পালন করার জন্য চিত্রশিল্পী রত্ন পুরস্কার ২০২৫, ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থকে চিকিৎসা জগতে উল্লেখযোগ্য সেবা ভূমিকা পালন করার জন্য চিকিৎসা রত্ন পুরস্কার ২০২৫, ডাঃ রাজকুমার ভট্টাচার্যকে চিকিৎসা জগতে বিশেষ ভূমিকা পালন করার জন্য সেবারত্ন পুরস্কার ২০২৫, প্রদীপ্ত পুরকায়স্থকে সংবাদ জগতে বিশেষ অবদানের জন্য লাইফ টাইম রত্ন পুরস্কার ২০২৫ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তিকুমার ভট্টাচার্যকে একতা বিকাশ পুরস্কার এর সম্মানিত করে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অধ্যাপক পূর্ণদীপ চন্দ্রকে শিক্ষা জগতে বিশেষ ভূমিকা পালন করার জন্য শিক্ষারত্ন পুরস্কার ২০২৫, দীপক সিনহাকে উদ্যোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য উদ্যোগরত্ন পুরস্কার ২০২৫, সমাজসেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য উদয়শঙ্কর গোস্বামীকে সমাজসেবা রত্ন পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ল্যাংকা মারুফ স্বেচ্ছাসেবী সংগঠনকে চেংকুরি রোড শিলচর সম্মানিত করা হয়।

এছাড়াও উত্তর পূর্বাঞ্চলে মনোরঞ্জনের ক্ষেত্রে এবং সুশিত কেবল টিভি সার্ভিস সঞ্চালন করার জন্য এসিসিটি কেবলের উজ্জ্বল দেব, প্রদীপ রায়, রূপম নাথযোগী, বাজলুল বাসিত লস্করকে স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
এছাড়াও অংকনকলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সুদীপ সিং, হিমাংশু দাস, মনিব হোসেন চৌধুরী, মুন্না সিং, দিলীপ সিং, মণিদীপা চৌবে ও গৌরশঙ্কর নাথ । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্যোক্তা সঞ্জীব সিং। অনুষ্ঠানের সকল বক্তাই বরাক বার্তার এই সংবর্ধনা অনুষ্ঠান সমাজের কর্মনিষ্ঠ বিভিন্ন বিভাগের ব্যক্তিদের অনুপ্রেরণাদায়ক হবে বলে আশা ব্যক্ত করেন এবং আগামীতে এ ধরনের উৎকৃষ্ট সংবর্ধনা অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বরাক বার্তার ২৭তম বর্ষপূর্তি তথা উত্তর পূর্বাঞ্চলীয় সংবর্ধনা ও সাংস্কৃতিক সমারোহ।