বরাক বডি বিল্ডিং ও ফিটনেস ফেডারেশনের জেলা চ্যাম্পিয়নশিপ ৭ই

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের অধিভুক্ত বরাক বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশন আগামী ৭ সেপ্টেম্বর আয়োজন করতে চলেছে সপ্তম বার্ষিক জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৫, যার শিরোনাম রাখা হয়েছে মি. অ্যান্ড মিসেস বারাক ভ্যালি। শুক্রবার এক প্রেস কনফারেন্সে আয়োজকরা এ বিষয়ে বিস্তারিত জানান।

ফেডারেশনের সভাপতি শুভ্রাংশু শাখা ভট্টাচার্য জানান, এই প্রতিযোগিতা ইতিমধ্যেই সপ্তম বছরে পা দিয়েছে এবং বারাক ভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে বডি বিল্ডিং ও ফিটনেস অনুরাগীদের আকর্ষণ করবে। তিনি বলেন, এই মঞ্চ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই নিজেদের প্রতিভা ও পরিশ্রম প্রদর্শনের সুযোগ এনে দেবে। তিনি ফিট ইন্ডিয়া মুভমেন্ট প্রসঙ্গে আলোচনায় বলেন, শারীরিক ও মানসিক ফিটনেস একে অপরের পরিপূরক। সুস্থ শরীরই সুস্থ মনের সহায়ক এবং প্রকৃত সুস্থতা আসে এই দুইয়ের সঠিক ভারসাম্যের মাধ্যমে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজা অধিকারী জানান, প্রতিযোগিতা আগামী ৭ সেপ্টেম্বর শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা বিকেল ৩টা থেকে শুরু হবে। শিলচর বিধায়ক দিপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তিনি জানান, নিবন্ধন ফি ধরা হয়েছে ১,০০০ টাকা এবং নতুনভাবে ওয়ারিয়র নামে একটি বিভাগ সংযোজিত হয়েছে।

প্রতিযোগিতার বিচারক থাকবেন ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের সভাপতি ধীরজ মোহন দাস। প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন ডব্লিউএফএফ প্রো বডি বিল্ডার পরিতুষ রায়। ফেডারেশনের উপদেষ্টা দেবাশিস শোম ও সহ-সভাপতি সুমন চৌধুরী সবাইকে প্রতিযোগিতায় উপস্থিত থাকার আহ্বান জানান।

Spread the News
error: Content is protected !!