দ্বিতীয় তারিখেও বাঁশকান্দি এপি বোর্ড গঠন হয়নি
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : দ্বিতীয় তারিখে গঠিত হল না বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। এবার নয় এপি সদস্য হাজির হলেও অনুপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার। উল্লেখ্য, প্রথম তারিখ ছিল ১৭ জুলাই। সেদিন সব সদস্য উপস্থিত হননি। এতে দ্বিতীয় তারিখ ঘোষণা করা হয়। সূত্রের খবর আজ দ্বিতীয় তারিখ মতে সবাই উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট। যারদরুন আজ আর হয়নি বোর্ড গঠন। এ দিকে, সোনাবাড়িঘাট এপি সদস্য আমির হোসেন লস্কর বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কিন্তু আখেরে কোন লাভ হবে না।
