শ্রীভূমি জেলার হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শ্রীভূমি জেলার হোটেল, রেস্টুরেন্ট, দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১৪ দশমিক ২ কেজি ওজনের ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বলে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড থেকে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমির জেলা আয়ুক্ত স্বাক্ষরিত, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘরোয়া বা ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা ২০০০ সালের লিকুউফাইড পেট্রোলিয়াম গ্যাস রেগুলেশন অব সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন আদেশকে লঙ্ঘন করে। পাশাপাশি, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের বানিজ্যিক ব্যবহারের ফলে ঘরোয়া এলপিজি সিলিন্ডার সরবরাহের কৃত্রিম সঙ্কট তৈরী হচ্ছে এবং প্রকৃত ঘরোয়া উপভোক্তার সময় মত যোগান পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া বাণিজ্যিক এলপিজি করের সরকারি রাজস্বেরও ক্ষতি হচ্ছে। তাই বিজ্ঞপ্তিতে ব্যবসায়িক কাজে শুধু ১৯ কেজি অথবা ৫ কেজি এফটিএল কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শ্রীভূমি জেলায় হোটেল, রেস্টুরেন্ট, দোকান ইত্যাদি বানিজ্যিক প্রতিষ্ঠানে যদি ১৪ দশমিক ২ কেজি ওজনের ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পাওয়া যায় তবে তা তৎক্ষনাৎ বাজেয়াপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুসারে জরিমানা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। জনগণের সুরক্ষায় ও ঘরোয়া এলপিজি-র সম বিতরণ সুনিশ্চিত করতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!